জেমস বন্ড মুভি কিংবা নাইট রাইডার টিভি সিরিজে গাড়ীর পানিতে চলাটা আমরা অনেকেই দেখেছি আর মনে মনে ভেবেছি ইশ এমনটা যদি সত্যি সত্যি হতো!কিংবা বিভিন্ন সময়ে নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন ফেরীঘাটে অসহনীয় যানজটে পড়ে কত মানুষ যে গাড়ী নিয়ে পানিতেই নেমে পড়তে চান তার কি ইয়াত্তা আছে?এইবার হয়তো সেইটাই বাস্তবে রুপ পেতে যাচ্ছে।জলে-স্থলে দুই জায়গাতেই চলতে সক্ষম বিশ্বের প্রথম গাড়ী হিসেবে এই মর্যাদা পেয়েছে ওয়াটারকার পাইথন নামের উভচর গাড়ীটি।করভেট ইঞ্জিন বিশিষ্ট এই গাড়ীর ডিজাইনে রয়েছে করভেট আর ডজ ভাইপারের চমতকার এক সমন্বয়।শুধু যে উভচর তাই না,সুপারকার হবার অনেক যোগ্যতাই রয়েছে এই গাড়ীতে।ভূমিতে ৪.৫ সেকেন্ডে ৬০ মাইল গতি তুলতে সক্ষম এটি।আর পানিতেও ডমিনেটর জেট প্রোপালশান সিস্টেম ব্যবহার করে ঘন্টায় ৬০ মাইল বেগে চলতে সক্ষম এটি।চিন্তা করে দেখুন এইবার!
আর ট্রান্সফর্মেশনের কোনো ব্যাপারই নেই গাড়ীতে।ভূমি থেকে ঝাপ দিয়ে পানিতে নেমেই দূর্দান্ত গতিতে ছুটে চলা শুরু করা সম্ভব এই গাড়ী নিয়ে।৩৮০০ পাউন্ড ভরের এই গাড়ীর চেসিস তৈরি লাইটওয়েট স্টেইনলেস স্টীল দিয়ে।দেড় কোটি টাকার এই গাড়ী ২০১২ সাল থেকে বাজারে পাওয়া যাবে।আর আপনি চাইলে নিজে অর্ডার দিয়ে গাড়ীর সবকিছুকেই মনমতো করে বানিয়ে নিতে পারবেন।যেমন একটা উদাহরন দেই।রং নির্বাচনের জন্য ৬০০০০ বিকল্প দেয়া হয়েছে আপনাকে।আর গাড়ীর প্রতিটা উপকরণ বিশ্বের সেরা সব উপকরন দিয়েই তৈরি,এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
আর ছয় সাতজন বন্ধুবান্ধব নিয়ে সহজেই চড়তে পারবেন এই গাড়ীতে।পারবেন পানিতে থাকা অবস্থাতেও গাড়ীর দরজা খুলতে।আর কি চাই?এখন শুধু অপেক্ষার পালা।
http://techtoday4u.blogspot.com/
No comments:
Post a Comment