February 9, 2010

আপনার সাটা হার্ডড্রাইভের AHCI এনাবেল রাখুন

বর্তমানে প্রায় সবারই হার্ডড্রাইভ সাটা ক্যাবলবিশিষ্ট।স্বভাবতই এর ডাটা ট্রান্সফার রেট অনেক বেশি আগের যেকোন মডেলের হার্ডড্রাইভের চেয়ে।কিন্তু কথা হচ্ছে আপনি এর কতটা ব্যবহার করতে পারছেন?বা করছেন?জানেন কি হয়তো আপনার এই সাটা ড্রাইভটাই আপনাকে আগের আইডিই বা পাটা’র মতো পারফরম্যান্স প্রদান করছে?শুধুমাত্র কিছু সিস্টেম সেটিং-এর কারনে?সেটা নিয়েই বলব এখন।

ঘটনাটা ঘটে থাকে মূলত মাদারবোর্ড এবং অপারেটিং সিস্টেম নির্মাতাদের কারনে।কেননা তারা এখনো হার্ডড্রাইভের ডিফল্ট ডাটা ট্রান্সফার মোড হিসেবে আগের প্রযুক্তিকেই ব্যবহার করে থাকে।তাই বর্তমান ড্রাইভগুলার সর্বোচ্চ সুবিধা পেতে আপনাকে এর কনফিগারেশন পরিবর্তন করে AHCI বাএডভান্সড হোস্ট কন্ট্রোলার ইন্টারফেস করে দিতে হবে। এজন্য প্রথমে

>> স্টার্ট মেনুতে regedit লিখে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন।

>> HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Services\Msahci-এ যান।

>> ডানপাশের বক্স থেকে Start এন্ট্রিটির ভ্যালু 3 থেকে পরিবর্তন করে 0 করে দিন।

>> কম্পিউটার রিস্টার্ট দিন।বায়োসে ঢুকুন।আপনার হার্ডড্রাইভের সাটা কনফিগারেশন খুজে বের করে তা AHCI করে দিন।সেভ করে বের হয়ে আসুন।

>> এবারে পিসি চালু করলে উইন্ডোজ আপনার হার্ডড্রাইভকে নতুন করে ডিটেক্ট করবে।কিছুক্ষণ অপেক্ষা করুন।এরপর আবার পিসি নিজেই রিস্টার্ট চাইবে।রিস্টার্ট দিন।কাজ শেষ।

No comments:

Post a Comment