February 3, 2010

মানবদেহের মজার সব তথ্য

**মানুষের পাকস্থলীতে দিনে ২ লিটার পর্যন্ত হাইড্রোক্লোরিক এসিড তৈরি হয়,যা কিনা ধাতুকেও পর্যন্ত ক্ষয় করতে সক্ষম।কিন্তু পাকস্থলীর কোন ক্ষতি হয় না কারন এতে প্রতি মিনিটে ক্ষয়ের সমানতালে ৫০০,০০০টি করে নতুন কোষ উতপন্ন হচ্ছে।

**একজন পুরুষের শরীরে গড়ে ৫ লিটার রক্ত থাকে,নারীর শরীরে থাকে ৪.৩ লিটার।

** মানুষের চুল দিনে দৈর্ঘ্যে ০.৫ মিলিমিটার করে বাড়ে।

** হাতের নখ সপ্তাহে .০৫ সেন্টিমিটার করে বাড়ে।আর পায়ের নখ এর এক-চতুর্থাংশ গতিতে বাড়ে।


** আমাদের স্নায়ুতন্ত্রের ভেতর দিয়ে ঘন্টায় ২৯০ কিমি বেগে সংকেত আদান-প্রদান হয়।

** হাঁচির সময় নাক দিয়ে ১৬০ কিমি/ঘন্টা বেগে বাতাস বের হয়।

** মানুষের ত্বক থেকে প্রতি মিনিটে ৫০,০০০ মৃত মাইক্রোস্কপিক কণা ঝরে পড়ে।

** পুরুষের চেয়ে নারীর শরীরের একই অস্থি সাধারনত ৬-১৩% ছোট হয়ে থাকে।

**মানুষের শরীরের ৯৯ শতাংশই অক্সিজেন,কার্বন,হাইড্রোজেন,নাইট্রোজেন,ক্যালসিয়াম আর ফসফরাস দিয়ে তৈরি।

** মানুষের শরীরের সম্মিলিত অস্থির ভর মোট শরীরের ভরের পাঁচ ভাগের এক ভাগ।

**মানুষের শরীরে যত রক্তবাহী নালী আছে সেগুলা জোড়া লাগালে ১০০,০০০ কিলোমিটার হবে যা দিয়ে পৃথিবীকে ২.৫বার প্যাচানো যাবে।

** মানুষের রক্তে ২৫,০০০,০০০,০০০-৩০,০০০,০০০,০০০ টি লোহিত কণিকা থাকে যেগুলার গড় আয়ু ১২০ দিন।প্রতি মুহুর্তে শরীরে ১,২০০,০০০-২,০০০,০০০ টি লোহিত কণিকা তৈরি হয়।একজন মানুষের শরীরে তার জীবদ্দশায় যত লোহিত কণিকা তার মোট ভর প্রায় আধা টন।

**মানুষের শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০ টি পেন্সিল তৈরি করা যাবে।জমে থাকা চর্বি দিয়ে বানান যাবে ৭৫টি মোমবাতি।২২০টি ম্যাচের কাঠি বানাবার মত ফসফরাস আছে শরীরে।

**হৃদপিন্ড মিনিটে গড়ে ৭০ বার করে দিনে প্রায় ১০০,০০০ বারের বেশি সারাদিনে পাম্প হয়।প্রতিবারে ৫৯ সিসি রক্ত পাম্প হয় যার পরিমানটা দিনের হিসেবে ১৩,৬৪০ লিটার।

** ত্বকের ৩,০০০,০০০ ঘর্মগ্রন্থি দিয়ে দিনে .৫ লিটার ঘাম নির্গত হয় যার পরিমান গরমের দিনে ১৩.৫ লিটার পর্যন্ত হতে পারে।

** মানুষ গড়ে মিনিটে ২০ বার শ্বাস নেয়,এতে ৬ লিটার বাতাস থাকে।এভাবে দিনে মোট ৮,৬৪০ লিটার বাতাস ২৮,৮০০ বার শ্বাসগ্রহণের মাধ্যমে নেয় মানুষ।

** বয়স ও পরিপার্শ্বে উপর নির্ভর করে মানুষের দিনে ৪০০ মিলিলিটার থেকে ২ লিটার পর্যন্ত প্রস্রাব হতে পারে।

No comments:

Post a Comment