February 9, 2010

উইন্ডোজে হারানো সিস্টেম রিস্টোরকে ফিরিয়ে আনুন

অনেকসময় ভাইরাসের কারসাজিতে বা অন্য কোন প্রোগ্রামের অনৈতিক(!) হস্তক্ষেপের কারনে আপনার উইন্ডোজ থেকে গুরুত্বপূর্ণ একটি টুল হারিয়ে যেতে পারে।আর তা হচ্ছে সিস্টেম রিস্টোর।তখন আপনার সিস্টেম রিস্টোর তো কাজ করবেই না উপরন্তু এটি এনাবেল করার অপশনও কাজ করবে না আর।তেমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি করবেন এবারে তাই বলছি আপনাদের

>> প্রথমেই স্টার্ট মেনুতে gpedit.msc লিখে এন্টার প্রেস করুন।গ্রুপ পলিসি এডিটর ওপেন হবে।

>> এবারে বামপাশের ট্রি মেনু থেকে Computer Configuration–> Administrative Templates—> System-> System Restore এ যান।

>> ডানপাশের বক্স থেকে Turn off System Restore এ রাইট ক্লিক করে edit এ ক্লিক করুন।

>> Disable থেকে সরিয়ে Not Configured সিলেক্ট করে Apply,OK করুন।

>> একইভাবে turn Off Configuration ও Not Configured করে দিন।

>> পিসি রিস্টার্ট করুন।আশা করি সব ঠিক হয়ে যাবে।

ট্যাগঃ Windows system restore

No comments:

Post a Comment