আমার কথা

ইন্টারনেট,ব্লগিং,ওয়েবসাইট নিয়ে আছি অনেকদিন ধরেই।আর কম্পিউটার/টেকনোলজি নিয়ে লিখালিখির সাথে জড়িত সেই ২০০০ সাল থেকেই।অনেক ছোটো ছিলাম তখন।ক্লাস সিক্স কি সেভেন পড়ি।পড়া ফাঁকি দিয়ে সেই যে কম্পিউটার সম্পর্কে জানার ও তা সবাইকে জানাবার প্রবল আগ্রহ তারই ফলশ্রুতিতে এই লাইনে আসা।রেজাল্ট খারাপ হয়েছে,বকাও কম যায়নি আমার উপর দিয়ে কিন্তু আমি যা তাইই!!(অনেকেই যা-তা বলে,ব্যাপার না!)তারপর জুন ২০০২ এ এসে টেকনোলজি টুডের সাথে পরিচয়।ধরা পত্রিকার প্রথম ক্রেতা আমি।কেননা তখন এর অফিস ছিল সেগুনবাগিচা।যেদিন পত্রিকার ১ম টেস্ট ইস্যু বের হলো সেদিনই কিছুক্ষণের মধ্যে আমি মৌচাক থেকে কিনি।কিনে এনে পড়তে বসে মুগ্ধতা,বিস্ময় সেখান থেকে ফোন।সরাসরি সম্পাদক ভাইয়া ফোন ধরলেন।সেইযে পরের সংখ্যা থেকে এই পত্রিকার সাথে সম্পর্ক তা আজো আছে।
ব্লগিং আর ওয়েব নিয়ে আছি অনেকদিন ধরেই।আছে টেকনোলজি টুডের নিজের সাইট ও ব্লগ।আর আমার সবই আবার ইংরেজীতে।অনেকদিন ধরেই চাচ্ছি বাংলায় কিছু একটা করার।ভেবে দেখলাম যে আমার হাতেই তো অনেক কিছু আছে।পত্রিকার এতো বছরের কতো শতো লিখা।এগুলা দিয়েই না হয় শুরু করি?আজ শুরু করেই ফেললাম।দেখি না সামনে কি হয়?আপনাদের যদি এতটুকু কাজে আসে কোন লেখা তাহলেই আমার এই কষ্টের স্বার্থকতা।
http://techtoday4u.blogspot.com/