February 4, 2010

পাইরেসি থাবা থেকে বাঁচছে না ই-বুকও

এবার পাইরেসি হচ্ছে ডিজিটাল ই-বুকে। গত সেপ্টেম্বরে ডন ব্রাউনের জনপ্রিয় উপন্যাস দ্য লস্ট সিমবল প্রকাশের পর বইটি আমাজন ডট কমে বিক্রি হয়েছে অনেক বেশি। এ সাইট থেকে বই বিক্রির ২৪ ঘণ্টা পরই ফাইল ভাগাভাগির সাইট র‌্যাপিড শেয়ার ও বিটটরেন্টের মাধ্যমে বিনামূল্যে প্রায় এক লাখবার নামানো (ডাউনলোড) হয়েছে বইটি!

এ ধরনের ডিজিটাল পাইরেসির ক্ষেত্রে ব্যবহূত হয়েছে ইলেকট্রনিক বই পড়ার যন্ত্র আমাজনের কিন্ডল, সনি রিডার, বার্নস ও নোবেল নুক। এ অবস্থায় ই-বুক পাইরেসির ব্যাপারটি বেশ বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের (এএপি) তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৩ কোটি ৭০ লাখডলারের ই-বুক বিক্রি হয়েছে, যা এর আগের বছরের তুলনায় অনেক বেশি। ই-বুক প্রকাশনী সংস্থার মতে, বিক্রীত ই-বুকের চেয়ে পাইরেসির মাধ্যমে নামিয়ে নেওয়ার হার বেশি। ই-বুকের পাইরেসির কারণে অনেক লেখক নিজের বই ডিজিটাল করার বিপক্ষে।

No comments:

Post a Comment