February 4, 2010
উচ্চ প্রযুক্তি উদ্ভাবনে মার্কিন সরকারের অসহযোগিতার অভিযোগ!
অদ্ভুত এক অভিযোগই করেছে কনজ্যুমার ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন (সিইএ)।যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের উচ্চ প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সরকার নাকি সহযোগিতা করছে না! এ ক্ষেত্রে নতুন ধরনের আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে আরো উত্সাহ দেওয়া উচিত বলে মনে করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে সিইএর সভাপতি আনেশ চোপড়া বলেন, উদ্ভাবনের মাধ্যমে নানা প্রযুক্তি বেরিয়ে আসবে, যা অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে। গবেষণা সংস্থা যোগবে ইন্টারন্যাশনালের সম্প্রতি জাতীয় পর্যায়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৯৬ শতাংশ লোক মনে করে বিশ্ব অর্থনীতিতে উচ্চপর্যায়ে পৌঁছাতে উদ্ভাবনী প্রযুক্তি খুবই জরুরি। কনজ্যুমার ইন্ডাস্ট্রির প্রধান গ্রে শাপিরোর মতে, উদ্ভাবনের কার্যক্রমগুলোতে সরকারের অনেক ধরনের সহযোগিতার কথা থাকলেও তা তেমন পাওয়া যায় না। এ ক্ষেত্রে সিইএ তিনটি বিষয়ের ওপর জোর দেওয়ার কথা বলেছে; যার মধ্যে অন্যান্য দেশ থেকে দক্ষ কর্মী আনা এবং যুক্তরাষ্ট্রের রপ্তানিনীতি পরিবর্তন অন্যতম। যোগবের জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষের মতামত অনুযায়ী উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে এ ধরনের অসহযোগিতা আগামী প্রজন্মকে এগিয়ে যেতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এসব উদ্ভাবনীর ক্ষেত্রে বড় ধরনের অসহযোগিতা হচ্ছে উচ্চ কর এবং নিয়ন্ত্রণ সংস্থার নানা ধরনের বিধিনিষেধ। আনেশ চোপড়া বলেন, ‘আমরা বলিনি যে সব ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করতে, তবে উদ্ভাবনী এবং শিল্পের বিকাশে সরকারের আন্তরিক সহযোগিতা জরুরি।’
Labels:
News,
উচ্চ প্রযুক্তি,
খবর,
মার্কিন
No comments:
Post a Comment