উইন্ডোজের রেজিস্ট্রি অপারেটিং সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর কোনো সমস্যা আপনার পিসির ঠিকমতো কাজ করার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। সাধারণত কোন প্রোগ্রাম ইন্সতল বা আনইন্সটলজনিত যেসব সমস্যা হয়ে থাকে তা মূলে রয়েছে এই রেজিস্ট্রি।তাই আমাদের সবার উচিত এই রেজিস্ট্রি একটি ব্যাকআপ করে তা নিরাপদ স্থানে সেভ করে রাখা, যাতে প্রয়োজনের সময় তা ব্যবহার করা যায়। কিভাবে এই ব্যাকআপ তৈরি করতে পারবেন আপনি এবারে তাই জানাব আপনাদের।
>> প্রথমে স্টার্ট মেনু থেকে রানে গিয়ে regedit লিখে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর চালু করুন।
>> এবার ফাইল মেনু থেকে Export সিলেক্ট করুন।
>> এবার এক্সপোর্ট রেঞ্জ All সিলেক্ট করে ফাইলটি কোথায় কি নামে সেভ করবেন তা দেখালেই কাজ হয়ে যাবে।
ট্যাগঃ Windows Registry
No comments:
Post a Comment