এলসিডি মনিটর বিলাসিতার লেভেল থেকে নেমে প্রয়োজনের বস্তুতে পরিণত হয়েছে অনেক আগেই।এর একটা ব্যাপার অনেকেইহয়তো খেয়াল করেছেন যে-বিভিন্ন মনিটর ছবির কোয়ালিটি বা লেখার শার্পনেস-এর পার্থক্যটা বেশ চোখে পড়ে।আগের সিআরটি মনিটরে কিন্তু এমনটা হতো না।অনেকসময় অনেক টেক্সট ফাইল পড়তে সমস্যা হতেও দেখা যায়।আর ব্যক্তিভেবে চোখের ক্ষমতার পার্থক্যতো আছেই। এইসব সমস্যার অতি সহজ সমাধান আছে উইন্ডোজ সেভেন।আর তা হচ্ছে ClearType Text Tuner.
>> আপনার স্টার্ট মেনুতে cleartype লিখুন।Adjust cleartype text-এ ক্লিক করুন।
>> Turn On ClearType বক্সে টিক দিন।নেক্সেটে যান।
>> উইন্ডোজ আপনার মনিটরের রেজুলেশন চেক করে ওকে আছে কিনা বলবে।তারপর নেক্সেটে যান।
>> এবার পরপর চারটি উইন্ডোতে উইন্ডোজ আপনাকে কিছু লিখা দেখাবে।প্রতিটি স্ক্রীণে যেটা আপনি সবচেয়ে পরিষ্কারভাবে দেখতে পারছেন তাতে ক্লিক করে নেক্সটে যেতে থাকুন।
>> কাজ শেষ হলে ফিনিশ প্রেস করুন।
No comments:
Post a Comment