February 9, 2010

উইন্ডোজের দিন-তারিখের ফরম্যাটটি নিজের মতো করে নিন

আমরা সবাইই জানি উইন্ডোজ স্ক্রীণের নিচে বামপাশে থাকে এর ঘড়ি এবং দিন তারিখের আইকনটি।যারা পিসির সামনে সারাটা দিন বসে থাকেন তাদের সময় গণনার জন্য এই ঘড়িটিই ভরসা,সেটাই স্বাভাবিক।কিন্তু সমস্যা হচ্ছে ঘড়িটি ডিফল্ট হিসেবে আমেরিকান স্টাইল অনুসরন করে,যা হঠাত করে তাকালে আমাদের বুঝতে একটু সময় লাগে।তাই একবার কষ্ট করে এই ঘড়িটকে আপনার সুবিধামতো ফরম্যাটে নিয়ে আসুন,কাজে দিবে।

>> ঘড়িতে ক্লিক করে change date and time settings এ ক্লিক করুন।Change date and time এ ক্লিক করুন। Change calender settings এ যান।

>> Date formats এর Short Dates ড্রপডাউন মেন্যু থেকে আপনার পছন্দের ফরম্যাটটি নির্বাচন করুন।

>> আর একটু নিচে First day of week থেকে সোমবার বা Monday বদলে শনিবার করে দিন।এপ্লাই করে ওকে করুন।

এবারে দেখুনতো ঘড়িটা দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা?

No comments:

Post a Comment