মিডিয়া প্লেয়ার ১২ উইন্ডোজ সেভেনের অন্যতম আপডেটেড প্রোগ্রাম কিন্তু কতোদিন একই চেহারার মিডিয়া প্লেয়ার দেখা যায় বলুন তো?জানেন কি উইন্ডোজ দিয়েই আপনি চাইলে আপনার মিডিয়া প্লেয়ার-এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজটি সারতে পারবেন।
>> প্রথমেই স্টার্ট মেনুতে regedit লিখে এন্টার প্রেস করে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন।
>> HKEY_CURRENT_USER\Software\Microsoft\MediaPlayer\Preferences এ যান।
>> LibraryBackgroundImage কীতে ডাবল ক্লিক করে এর ভ্যালু 0-6 এর মধ্য যেকোন সংখ্যা করে দিন।প্রতিটির জন্যই আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড পাবেন।
ট্যাগঃ Windows 7 Media player background
No comments:
Post a Comment