February 4, 2010

মাইক্রোসফট ও এইচপি বাজারে ছেড়েছে স্লেট কম্পিউটার

মাইক্রোসফট ও হিউলেট-প্যাকার্ড (এইচপি) সম্প্রতি বিশেষ সুবিধাসহ স্লেট কম্পিউটার বাজারে ছেড়েছে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭ সমর্থিত স্পর্শকাতর ও বড় পর্দার এই বিশেষ কম্পিউটারে ল্যাপটপ ও স্মার্টফোনের সব ধরনের কাজ করা যাবে। প্রযুক্তির বাজারে নতুন ধরনের এই কম্পিউটার নানা ধরনের সুবিধা নিয়ে আসছে। চএর মাধ্যমে সফটওয়্যার থেকে শুরু করে নিয়মিত ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের সব সুবিধা পাওয়া যাবে।


নতুনভাবে এর যাত্রা শুরু হলেও এর আগে ২০০২ সালে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি দিয়ে ট্যাবলেট পিসি বাজারে ছাড়ে। তবে তা বেশি জনপ্রিয়তা পায়নি। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭ ব্যবহারের মাধ্যমে স্লেট পিসি বাজারে ছাড়া হয়েছে। এর আগে অ্যাপল আইস্লেট নামে এ ধরনের কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দেয়।

No comments:

Post a Comment